শতাব্দির পর শতাব্দি ধরে যশোর স্টিচের সুক্ষ্ম কারুকাজ বাঙালি নারী-পুরুষ-কে মুগ্ধ করেছে। যশোর স্টিচ বাঙালি কারুকাজের এক অনন্য নিদর্শন। তা যশোরবাসী সহ দেশবাসীর জন্য এক গর্বের স্থান। যশোরের নারীকর্মীরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে জীবন্ত করে তোলে প্রতিটি কাজ। যা এক সময় কেবল নকশিকাঁথায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে শাড়ি, পাঞ্জাবি সহ শালে গিয়ে গড়িয়েছে। ফ্যাশন সচেতন ও সংস্কৃতি ধারণকারীদের মাধ্যমে তা এগিয়ে চলেছে যুগ থেকে যুগান্তরে। শিউলি শালের মাধ্যমে যশোর স্টিচের ঐতিহ্য আর আধুনিক ফ্যাশনের একটি সেতু তৈরি করা হয়েছে।
এই শালের প্রধান আকর্ষণ শিউলি ফুল। সুই সুতার কাজে শিউলি ফুলের সাদা পাপড়িগুলো ক্রেতাদের ঠিক শিউলি তলার অনুভূতি দেবে। এই নকশা চোখের আনন্দ ও মনের অনুভূতি দেওয়ার পাশাপাশি আমাদের সংস্কৃতির সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছে। পিঠের অংশ ব্যতীত শালের দুই প্রান্তেই বিছিয়ে আছে শিউলি ফুলের কাজ। তাই শালটি ক্রেতাদের কাছে প্রাণবন্ত হবে। এই শাল গায় দেওয়ার পর সম্মানিত ক্রেতারা অনুভব করতে পারবে ভোরের শিউলির গন্ধভরা এক অদৃশ্য অনুভূতি।
এই শাল সম্পূর্ণ হাতে বোনার কারণে প্রতিটি শালই ইউনিক। একটার সাথে একটার কাজ কখনোই শতভাগ মিলবে না। ঐতিহ্য, আধুনিকতা, যশোর স্টিচ আর শিউলির মিলনে ক্রেতারা যেকোন অবস্থায় পরিধান করতে পারবে এই শাল।
Labani Akter Labonno –
আলিয়াস কালেকশন এর সব পণ্যের ফ্যান আমি আলহামদুলিল্লাহ, তবে আপনাদের কিছু কাজ একদম মন ছুয়ে যায় মাশাআল্লাহ৷ তার মধ্যে এই শিউলি থীম একটা৷ কি অসাধারণ করে ফুটে ওঠেছে মাশাআল্লাহ৷ অসাধারণ কাজ এক কথায়৷ শিউলি তলায় এমন শাল গায়ে দিয়ে ফুল কুড়াতে কি দারুণ অভিজ্ঞতা হতে পারে তাই ভাবছি৷ এর সুনাম, বিস্তার আরও অনেক বিস্তৃত হোক এই শুভকামনা৷