যশোরের হস্তশিল্পের নারীদের নিপুণ দক্ষতা ও আন্তরিকতায় তৈরি হয়েছে (Reverse Work Saree) রিভার্স ওয়ার্কের শাড়ি। সূক্ষ্ম নকশার বর্ডার কাজ আলিয়া’স কালেকশনের রিভার্স ওয়ার্ক শাড়ির প্রধান বৈশিষ্ট্য। এই শাড়ি বাংলাদেশে খুবই জনপ্রিয়। আলিয়া’স কালেকশনের শুরুর দিক থেকে আমরা যশোরের হস্তশিল্পিদের দিয়ে রিভার্স ওয়ার্কের শাড়ি তৈরি করে থাকি। আমাদের ডিজাইনগুলো সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে ভরাট করা হয়নি তাই ওজনে হালকা। এ কারণে এটি বাঙালি শাড়ি প্রিয় নারীদের কাছে খুবই জনপ্রিয়।
এই শাড়ির আঁচল থেকে অর্ধেক শাড়ি পর্যন্ত রিভার্স ওয়ার্ক করা হয়েছে। অর্থাৎ কুঁচির অংশ বাদি দিয়ে উপরের অংশে কাজ করা হয়েছে। আমাদের কর্মীরা যত্ন সহকারে প্রতিটি শাড়ি তৈরি করেন দিনের পর দিন কাজ করে। এই শাড়ি যেন সকলের পছন্দ হয় তাই সাদা, লাল, বেগুনি, হলুদ সহ বিভিন্ন রঙের সুতার ব্যবহার করা হয়েছে। আর হাফ সিল্ক শাড়িতে কাজ করা হয়েছে। যেন আরামদায়ক ও উজ্জ্বল রঙের হয়। আমরা এই শাড়িতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধদন রাখার চেষ্টা করেছি। প্রতিটি নকশা নিখুঁতভাবে করা হয়েছে। তাই ক্রেতারা পারিবারিক উৎসব থেকে শুরু করে যেকোন ধরনের উৎসবে তা পরিধান করতে পারবে আরামের সাথে।
Jenish Farhana –
আলিয়াস কালেকশন থেকে রিভার্স ওয়ার্ক এর দুইটা শাড়ি নিয়েছিলাম।শাড়ি দুইটা খুব সুন্দর ছিল। আমার ননদ আর শ্বাশুড়ির জন্য নেয়া ছিল। উনারাও খুব পছন্দ করেছিলেন শাড়ি গুলো।আলিয়াস কালেকশন এর উন্নতি কামনা করি।দেশ এবং দেশের বাহিরে আলিয়াস কালেকশন এর পন্য মানুষের মনে স্থান পাক সবসময় দোয়া থাকবে।