শীতের পুরো আমেজ এই শালের উপর দিয়ে গিয়েছে

শীতের পুরো আমেজ এই শালের উপর দিয়ে গিয়েছে

”ফুরোসুকি প্যাকেজিং এ এই খেজুর গাছ শালটা যখন ডেলিভারি নিই তখন প্যাকেজিং দেখে এতোই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে Miftahul Jannat আপুকে বলেছিলাম “শুধু প্যাকেট টা দিয়ে আমার ছবি তুলে দিবেন। আর এই শালের ব্যাগ আমি ক্যাজুয়ালি বাইরে গেলে ইউজ করবো।”

ফুরোসুকি প্যাকেজিং খেজুর গাছ শাল
ফুরোসুকি প্যাকেজিং খেজুর গাছ শালের ডেলিভারি

এই প্রথম মনে হয় কোনো পণ্য অর্ডার করে পণ্য থেকেও প্যাকেজিং নিয়ে আমি বেশি সন্তুষ্ট। আর এই শাল টা আমার সিলেট ট্যুরের নিত্য দিনের সংগী ছিলো। ঢাকা থেকে সিলেট। সিলেট থেকে সাদা পাথর ঘুরতে যাওয়া। আবার সিলেট থেকে ঢাকা। তাতেই ক্ষান্ত না। ঢাকায় ফিরে শীতের পুরো আমেজ এই শালের উপর দিয়ে গিয়েছে। এর মধ্যে কয়েক দফা হস্পিটালে ঘুরাঘুরিতেও এটাই ছিলো সংগী।

দেশি শাল
দেশি শালে কাকলী তালুকদার। প্রেসিডেন্ট, ইডিসি

তবে শাল টা আমার থেকেও আম্মার মনে হয় বেশি পছন্দ হয়েছে। কারণ কুমিল্লা যাওয়ার আগে এবং ফিরে এসে এই শালে আম্মাকেই দেখতে পাচ্ছি। ভদ্রমহিলা কাপড় চোপড়ের ব্যাপারে বেশ খুঁতখুঁতে। শাল টা পছন্দ না হলে পরতেন না। তাই ভাবছি এইবার তিনি বাড়ি যাওয়ার সময় এই খেজুর গাছই দিয়ে দিবো সাথে। কি বলেন Jenish Farzana Tania আপু?

Kakoly Talokder
Kakoly Talokder, President : EDC

পোস্ট সূত্র : পরিধান শৈলী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top