Shumya Ahmed: যশোরের হাতে সেলাই করা শাল

শালটা গায়ে দিয়েও শান্তি – Shumya Ahmed

শালটা গায়ে দিয়েও শান্তি

রিভিউ-১

“চারিদিকে এখন সকাল—
রোদের নরম রং শিশুর গালের মতো লাল;
মাঠের ঘাসের ’পরে শৈশবের ঘ্রাণ—
পাড়াগাঁর পথে ক্ষান্ত উৎসবের এসেছে আহ্বান।

শীতের আগমনি বার্তা রাতে বোঝা যায়। প্রায় দিনই কিন্তু ঠান্ডা বোধ হচ্ছে। শীত আসি আসি করছে। Jenish Farzana Tania আপু এবার শীতে আপনার শাল আমার প্রতিদিনের সঙ্গী হবে ভাবতেই ভালো লাগে। নরম নরম শালটা গায়ে দিয়েও শান্তি। দেখতেও চমৎকার।”

শালটা গায়ে দিয়েও শান্তি
Shumya Ahmed wearing Alia’s Collection Shawls

পোস্ট সূত্র: পরিধান শৈলী

রিভিউ- ২

”আমরা তো অল্পে খুশি,
কী হবে দুঃখ করে?
আমাদের দিন চলে যায়
সাধারণ ভাতকাপড়ে।

এই সাধারণ কাপড় গুলো আমাদের দেশীয় কাপড়। এবার শিতে ভ্যারাইটিস শাল নিচ্ছি। একেকটা একেকরকম সুন্দর। Jenish Farzana Tania আপুর শাল পরে চলে আসলাম আবার। আপুর এই শাল টা প্রথম দেখাতেই পছন্দ হয়েছে আমার আর Salma Neha আপুর। আমি তাই আগেই নিয়ে নিয়েছি।”

Shumya Ahmed: যশোরের হাতে সেলাই করা শাল
যশোরের হাতে সেলাই করা শাল

পোস্ট সূত্র : পরিধান শৈলী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top