ওয়ানপিসটা কিন্তু দারুন

ওয়ানপিসটা কিন্তু দারুন

”মিতাপুর থেকে নেয়া ভালোবাসার দুইটা পোশাকের একসাথে রিভিউ। অসুস্থতার কারনে রিভিউ দিতে দেরি হলো। মিতাপু বলেও অবশ্য দেরি করলাম।  যাইহোক আজ মন শরীর দুটোই আলহামদুলিল্লাহ ভালো তাই লিখতে বসলাম।

আজিনের জন্য অনেক দিন আগে প্রি অর্ডারে স্কাট প্লাজু নিয়েছিলাম। এতো এতো সুন্দর আর নিখুত কাজ যা বলার বাহিরে। আজিনের আনন্দ নাচ দেখেই বুঝে নেন সবাই যে এটা তার কতোটা পছন্দ হয়েছে। ঈদের দিনও সব ড্রেস ফেলে রেখে সে বায়না করলো স্কাট প্লাজুই পরবে।

Tanjila Khanom
Tanjila Khanom

এবার আসি আমার ড্রেসের কথায়। ব্ল্যাক ডায়মন্ড এই ওয়ান পিসটা আপুর থেকে নিয়েছিলাম ঈদের দিন, ব্ল্যাক ডায়মন্ড টি এর চা খাবো এই ড্রেস পরে আর ছবি তুলে রিভিউ দিবো। কিন্তু ঈদে পরার মতো সুস্থ শরীর মন ছিলো না।

কয়েক দিন আগে পরলাম আর আজিনকে দিয়ে ছবি তুললাম আর বাকিটা সেলফি। ওয়ানপিসটা কিন্তু দারুন। এটা আপুর পেইজের বিখ্যাত। আর হ্যা প্যান্টপিসটাও কিন্তু আপুর থেকে নেওয়া। সর্বপরি Jenish Farzana Tania মিতা আপুর পোশাক কোয়ালিটি ১০০ তে ১০০।

আমরা দুজনেই কিন্তু দুজনার অনেক বারের রিপিট ক্রেতা।”

পোস্ট সূত্র: আলিয়া’স কালেকশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top